=======================
পেয়েছিলাম খোঁজে বন্ধুত্বের উচ্ছ্বাস,
ক্রিকেটের ভরা মাঠ কিংবা ফুটবলের বল;
অথচ বিকেল গড়িয়ে কখন সন্ধ্যা নেমে
এলো- বুঝতেই এক গলা ভেজায় কণ্ঠ সর;
তবুও পাকছে দাঁড়ি, চুল, ঝুলে পরা সাদা চামড়া-


শুধু ক্লান্তির কিছু পথ পেরিয়ে শুধু আহাকার-
সবুজ ঘিরে আজও সেই ক্ষণ- লুঙ্গি পড়া
বনধত্বময়- কথায় ? অতঃপর খোঁজে বেড়ায় আজও-
দৃষ্টির সীমারেখায় ঝাঁঝাল পূর্ণিমার আঁচ পাড়ায়
কিংবা সুগাঢ় জমাট বাঁধা আছে বন্ধুত্বের প্রণয়।


উৎসর্গ = সকল বন্ধু বিশেষ করে মন্জু


২১ শ্রাবণ ১৪২৬, ০৫ আগস্ট ১৯
-------------------------------