=====================
সীমনার বাঁকে অজস্র মেঘ
মেঘের গায়ে চাঁদটা শুধু আমার নয়-
ভোরের সূর্য ছুঁয়া উষ্ণতা শুধু তোমার!
এক নিশ্বাসে কচুরিপানার ঘাম ঝরে যায়-
সাদা আকাশ পারে ক্লান্তীর নীলিময়;
প্রতিধ্বনির বিশুদ্ধ বাতাসে
জুড়ায় না সোনালী দিন-
বেদানায় সিক্ত হয়ে যায় রঙে মলিন
হেঁটে চলা ধুলির নিশ্বাস- ভেঙ্গে যাওয়া
বাঁশপাতার বিশ্বাস- জমে থাকে বরফেই
শিলাবৃষ্টি কিংবা পাহাড়ের ঝর্ণাধারা আমার।
১৬-০৭-১৮
-------------