=======================
ভবিষ্যতের চিন্তা ‘‘০’’ শূন্য দেখছি
বর্তমান ‘‘৯’’ নয়, ‘‘৬’’ ছয় নয়-
‘‘৬’’ ছয়তে গেলো বুঝি ক্ষয়ে- ক্ষয়ে-
আসে গড়ে অতীতই বিজয়;


অতীত ভবিষ্যৎ মানেই পূর্বপুরুষ
ও ‘‘১৬’’ আনাতে কুর কুর-
কুড়িতে বল তো সবে বুড়ি, এখন
দেখি চারেনাতে ঝুর ঝুর;


দূরত্ব অথচ কত সত্যের দূর দূর
তবুও কি যে করে সুর সুর-
অতঃপর সাদা মেঘ প্রণয়ের বেগ
একটু হয়ে যায় চুর চুর।


২৫ আষাঢ় ১৪২৬, ০৯ জুলাই ১৯
---------------------------------