===================
শূন্য আকাশ- শূন্য বাতাস
শূন্য এই জীবন শুধু বেঁচে থাকার জন্য!
আর কত পা ছুটবো! গ্রাম
ছেড়ে শহর মুখি চলবো ইট পাথরে
পিষ্ঠ হওয়া এই আমি ধন্য।


কার বা হারালো দুল কুল
কারা পায়লো কান্নার সুর- শূন্যই দেখে
রবি শশী আর তারাদের
হাট বাজারে কেনাবেচা হয় না শুধু শূন্য
ঠোঁটে ধন্য হওয়া মশগুল;


রঙিন অট্রালিকা সুখের ঘুম
ভাবনার অলি গলিতে
রক্তাক্ত খুন- থেমে দাঁড়ায় জীবন
ছুটে আসে বিষন্নতার গন্ধ
রাতের নৈঃশব্দ তবুও সংসার মুগ্ধ;


বিচারে চেয়ে থাকা মুখ
আজ অথবা ভবিষ্যতে শূন্য বুক
বিশ্বাসে লুকোচুরি লেখার
ছলে নিঃশ্বাসে ডুবে হারায় ধর্মবই
অতঃপর এ প্রেম শূন্যময়।


২৫  শ্রাবণ ১৪২৬, ০৯ আগস্ট ২০
------------------------------