এক গাদা স্মৃতির সবুজ পাহাড়
দু’চোখে দেখে লাভ কি !
জলে ভিজা ঝর্ণাধারা আবার দুঃখ কি
বালু ভরা চর সে তো বোঝে-
সুখের তফাদটা কি?


আখের ছোঁয়ায় চিনাবাদাম
সে তো ভালোই হয়- কথায় ছলার উদাম-
এক গাদা কষ্ট সুখের পূর্ণিমা চাঁদ
সে তো নিশি পুড়া জোনাকি-
রাতের গভীরে একাকি।


নৈঃশব্দে রাখালি বাঁশির ভাবনা
খেলতাম বদমদাড়ি গোল্লছুট আরও কত না
শুন্য মাঠ যে কাঁদে এখন খেলা আর হয় না
সে তো অপেক্ষার শুকনো বাগান
গোলাপের লাল পাঁপড়ি।


এক অডিট টিমের হিসাবের খাতা
সে তো হয়েছে নিষ্ফল
তবুও কথায় এক আর্তনাদ ছুঁটে চল
তাতে লাভ কি ভালোবাসার ছল
আবার তাতে দুঃখ কি।
০৮-১০-১৭
=======