==================
হ্যাটের সাথে সু-সম্পর্ক চামড়া,
চুল ,দাঁত এমন কি মেঘফুরি কিছু
টেনে আনে নিঃশ্বাস- চোখ সে তো
ভাঙ্গা কাচের গ্লাস- এই দেখে,
এই অন্ধকার বিলাস- তারপর শুধু
মনুষ্যত্ব রোজনিগন্ধার ঘ্রাণ!


তবুও কথায় জানি নর্দমার জলনদী
ভেসে যায় -কিছু করা যায় না আর
ঠোঁট ভেল্টি আফসোস করে হ্যাট-
অথচ ধূলি বালি সব দেহের ভাজ।
অতঃপর দুর্বাঘাস, ঘাসফুল স্পর্শে
বর্ণচয়নাকাশ নীলে মাসের পর মাস।


১৪ মাঘ ১৪২৫, ২৭ জানু’১৯
--------------------------