===================
বাগান জুড়ে মাটির ফুল ফুটে
আর ঝরে বাতাসে সু-গন্ধী ভাসে
এভাবে হারিয়ে যায় সদ্যঃফুটা-
ভাল লাগা -আর ভালোবাসা।


উড়ে গেছে স্পর্শ পরশ পাখি
পলক পরা মৃদু চাঁদের হাসি-
ফিরবে না আর মাটির পানে
বলবে না ভাল লাগা-ভালোবাসি;


নোনা ধরেছে ধূসর মাটির সুখ
শব্দ ভরে স্মৃতির টুনটুনি এ বুক-
পৃর্ণিমাতে আসে যদি উপলদ্ধির
সুরাসুর- বেঁচ্চে থাকা মধ্যদুপুর।
২৭-০৫-১৮
-------------