আজ স্মৃতিময় আকাশ
আপন ভুলার সন্ধি ক্ষয়
দুর্গম পথ লজ্জাবতীর পাতা,
আর ছুঁই না হাসির রহস্যময়
অকর্মের ঢেঁকি বেসে আর
বারা বানে না, বারা বানার
ঘর বিবর্তন মুখ- চাঁদের আলো
গায়ে ঝাঁঝাল ঝল মল করে না;
বট ছায়াহীন স্মৃতির বেদনা-
গড় গড় করে বয়ে যায় ঝর্ণা!
আজ স্মৃতিময় আকাশ- অথচ
ধোঁয়া ধোঁয়া চাঁদ তারা জাগে না।


০৮ ভাদ্র ১৪২৮, ২৩আগস্ট ২১
(বারা> ধান ভাঙ্গা বুঝান হয়েছে)