হঠাৎ কবিতা আমাকে প্রশ্ন করে?
আমাকে নিয়ে এতকিছু করে কি লাভ পাবে!
কিছু কলঙ্কের জোছনায় ভেজাবে
আর হাসি তামাশা হবে- এগুলো নিয়ে কি তুমি শান্ত;
আমি হেসে উঠলাম কবিতা কি বলছো?


আমি তো কিছু আলো নিয়ে হেঁটে চলি
কিছু তো ভাবনা ছড়ায়- বলো! আমাকে থামতে
বলছো- না আমি পারবো না- ঐ দেখো বর্ণগুলোর
মিছিল দেখো- শ্লোগান শুন কি বলতে চাচ্ছে
তুমি আমাকে কবি ভাবছো না- আমি কবি না;


ক্ষীণ সময়ের মধ্যে কিছু অনুধাপন করতে
চাই- কবিতা তোমার গন্ধ নাহয় সঙ্গে নিলাম-
এভাবে আর প্রশ্ন কর না- লাল নীল সবুজ সব
রঙে রাঙাব- রঙধনু দেখো, কিছু সোনালি অতীত
সঙ্গে নিয় একটু হাসি থাকবে- সবই এখানে থাক।


১১ কার্তিক ১৪২৬, ২৭ অক্টোবর ২০
--------------------------------