দেশের সবই আছে নেই শুধু ঘন প্রেম!
কিছু মানুষ ভালবাসা বুঝাচ্ছে কিন্তু বিড়ালটা
মানছে না ইলিশটা তেলে ভাসছে ঠিক
কিন্তু প্রেম হচ্ছে না গাঢ়- তবুও মিছিলে
শ্লোগানে রেডিও, টিভি চ্যানেল, বাতাস
প্রেমিকে সবই আছে; আমি কিছুই খুঁজে পাচ্ছি না!
আমাকে অসুখ বলছে আমি কি অসুখ?
কোথায় আম কাঁঠাল বুঝতেছে না কেনো
অতঃপর বলছে তবুও সবই আছে- সবই আছে।


২৭ ভাদ্র ১৪২৬, ১২ সেপ্টেম্বর ২০
-------------------------------