পৃথিবীর পথে হাঁটছি
বুঝি না আলোর পিছে অন্ধকার-
অথচ অপেক্ষার হাতে
একমুঠো গোলাপের সুবাসিত গন্ধ!
জোছনা কে ছোঁয় না;
তবু সেই পথেই একাকী হাঁটছি!
এতটুকু ভয় পায় না
আঁধারের সীমানা- খুব কাছাকাছি;
অতঃপর সংসার ধর্ম
এতটাই নিঠুর,ভুলে যাই সোনালি মাঠ-
আর আউশ ধানের গন্ধ!
কত বছর গেলো বুঝল না মরণে সবশেষ।


২৩ কার্তিক ১৪২৯, ০৮ নভেম্বর ’২২