==========
উত্তরে দেখি চাঁদ
আর দক্ষিণে সূর্য
মধ্য ভাগে শুধু
চৈত্রের পুড়া পাপ;
আমার খাঁটি- দেখলো
কে- সবই যে মাটি;


উড়লো না রঙিন মেঘে
রঙিন ঘুড়ির বেগ
দুর্বাঘাসে ছুঁয়ে গেলো
কালবৈশাখি মেঘ;


চিনলে না -না
আকাশের মতো অসীম-
সাগরের মত গভীর-
তবুও রয়ে গেলাম শুধু
মাটির মতই সহিষ্ণু মাটি।


২১ ফাল্গুন ১৪২৫,০৫ মার্চ’১৯
----------------------------