আমি ধূলো বালির সংজ্ঞা বুঝি না-
রাস্তার মাঝে ঝকঝকে পোড়া ইট;
আরও কাঁচা পাকা দেওয়াল বুঝি না-
টিনের ছাউনি ঘরের মধ্যে হিট ফিট।
তবু বলো ভাই বিশেষজ্ঞ বলে কথা!
নরনারী চলে যায় গন্তব্যহীন শুধু একা-
একা পথে কি করে রচনা হয় সংজ্ঞা!
চলো সবে মৃত্যুর ডাকে- এনে দিবে
বিশেষত্ব সংজ্ঞা! একের ওপরে অপরিহার্য
আরাধনা, নীল মেঘে মেঘে সজ্জিত-
কেনো দেখা যায় সংজ্ঞাময় পাড়া।


০৮ চৈত্র ১৪২৮, ২২মার্চ ২২