=======================
সময়ে নাকি বোধগম্যে বিতর্কের সৃষ্টি-
বাঁশপাতার ঝিরিঝিরি শব্দ আওয়াজ
তাহলে শ্রদ্ধাবোধ, স্নেহমায়াই বা কথায়?
ঠিক ধূসর মাটির গন্ধ বাতাস ওখানেই সব;
কবিতা বেঁচে থাকে আপন মমতায়-সেখানে


তর্ক বির্তক নেই শুধু আকাশ ছুঁয়া প্রণয়;
আপন গহীনে ভাবলেই বা কি আসে যায়-
সময়ের মূল্য বড়ই শোকাহত- থাকতে সময়


শান্তি দেখো আপন ভালোবাসায়- ধৈর্য্য দেখো
সুখের বলয়- অতঃপর বোধগম্যের অভাবে
শুধু -শুধু বাশপাতার উঠানে সময় বড় বিতর্ক।


২৮ ফাল্গুন ১৪২৫,১২ মার্চ’১৯
---------------------------