======================
শুধু তীব্র অবক্ষয় এ সমাজ!
তার ছিঁড়ে যাচ্ছে, বিদুৎতের তারের মতো;
তবুও চলছে জ্বলছে বজ্রপাত-
জানি না কি ভাবে কাঙ্খিত মৃত্যুর পাবো স্বাদ!
হয় তো কখন শিয়াল শকুন
ঠিকই জানবে বড় বাড়ির মসলিশের মতো
অতঃপর এই অবক্ষয় সমাজের
সমস্ত তার মাটির নিচে থাক কিংবা শুন্যের
দক্ষিণা দ্বার- খুটি বাধুক সমাজ।


১১ ভাদ্র ১৪২৬, ২৬ আগস্ট ১৯


------------------------------