======================
অপছন্দ আর ঘৃনার মাঝে দেখছো দুরন্ত
দুই সমন্বয়ে থাকতেও পারে নদীর সীমান্ত-
আসতেও পারে জল খেলার চঞ্চল বসন্ত!


অপেক্ষা পাহাড় বালুচর কিংবা অথৈ স্রোত
বাতাস আর তুফানে ভাঙ্গতেও পারে ক্ষত,
প্রণয়ালেয়া হতেও পারে সমন্বয়ে আশাহত


এবার বলো অপছন্দের কি ঘৃণা বা কতখানি
দাঁড়িয়ে আছে সবুজ মাঠ আর মেঘ পানি
তবুও সমন্বয় আর কতটুকু বাঁকি বলো শুনি।


২০ ভাদ্র ১৪২৬, ০৪ সেপ্টেম্বর ১৯
---------------------------------