==================
এক সম্পর্কের বেড়া জালে
লজ্জা হয়েছিল বালুচর- আজ
জল থৈ থৈ সম্পর্কটা কই!
পূর্ণিমার ভাদুঘুরে খোঁজে ফিরে ঐ;


জোনাকি ছুঁয়ে যায় চাঁদের মুখ-
স্বপ্ন আলিঙ্গন করে বিষাদের বুক


তবুও সম্পর্ক বেঁচে আছে-
মেঘ শুন্য হাওয়ায়- ছায়া নেই
মায়া নেই- কি লাভ হাজার প্রশ্ন মুখ
তারপরও সম্পর্কটা বেঁচে রই।


১০ আষাঢ় ১৪২৬, ২৪ জুন ১৯
-----------------------------