===================
নদের ঢেউয়ে তুমি না হলে জল
পরী- না হলে শঙ্খচিল, বনোহাঁস!
কায়া ফুল বাগিচার গন্ধ নাশ-
তুমি না হলে নিশি চন্দ্র বিলাস;
কষ্ঠি পাথর-ঐবিলের ধারে ধু ধু করে-
রাত পুহালে বালুচরে জল সুবাস।


কতটা আমি হইলাম চাঁদ সঙ্গী
মনভঙ্গী- জেগে থাকা একলা রাত-
নদীর বুকে ভাবো জল শুকনো
মন ছোট বড় প্রেমযমুনার ঘাট;
তবুও হওয়া না হওয়া প্রণয়ের বাগ
অথৈ সমুদ্র হয়ে এখানেই থাক।


৩০ জ্যৈষ্ঠ ১৪২৬, ১৩ জুন ১৯
----------------------------