বিষণ্ণ বিরল নাকে, রোজ রোজ ভেসে আসে
কৃষ্ণ কালো গন্ধ- প্রণয়নিশি খুব কাছাকছি
রঙিন করা সমস্ত অনুভবের দেহ শুধু অম্লান -
শূন্য বাতাসের গায়ে ঘুম নেই রাতের ঘোর অন্ধকার;

অথচ নাক বন্ধ করা যায় না কিন্তু নাক বন্ধ প্রায়,
তবুও লাশ ঘরে থেকে নাকের গন্ধ পাই-
ফর্সা রঙিন নাকে মুখে চোখে গন্ধ নাই- অতঃপর
আমার চারপাশ করছে শুধু থৈ থৈ সোনালি গন্ধ।


২৪ মাঘ ১৪২৬, ০৭ ফেব্রুয়ারি ২১
------------------------------------