ফর্সা গাঁয় রোদ্দুর পেরিয়ে ক্লান্ত মাঠ
আইলপাথার জুড়ে সরিষা ফুল ফুটেছিল;  
গন্ধ ভারি এতটুকু বুঝা বড় ভারছিল-  
তিতো ঠোঁটে ঘৃণার সুর ঠিকই বুঝতে দেরি ছিল!  
তাতে কি? রাস্তা মোড়ে চাঁদটা জ্বলছিল-অমাবস্যার
রাত পেরিয়ে জোনাকি চোখ মিটি মিটি করছিল!


হঠাৎ মঠাত ভোরনিশি পাপড়িগুলো ছড়ানো
ছিটান মাটির কাথা প্রণয়ের রঙিন ভাবছিল-
যখন সবই ছিল তখন আকাশ কেনো মেঘলাছিল
বৃষ্টি বাদল গড়ছিল শোকাবহ রাস্তার বাঁক পরছিল-
প্রশ্ন অন্তমালা সমুদ্র ঢেউ কিনচিত উঠছিল
অতঃপর সোনালি রোদ্দুর এতটাই ভারছিল।


২৫ মাঘ ১৪২৬, ০৮ ফেব্রুয়ারি ২১
-------------------------------