::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
সন্ধ্যানীলে দুর্বলা ঘাসের উঠানে
হেঁটেছিল মৃদুল পায়ে রাণী
কুঁড়ঘরে নেম্পুটা নিভে গেলো,
হঠাৎ পুকুরঘাটে রাজবাতি
জীবন্ত জোনাকির মতো জ্বলে উঠল,
ঝিলমিল বুক আহা কি সুখ!
রঞ্জিত ধূলিকণা গুলো প্রণয়ের কষ্ঠি পাথরে
ঘোর বন্ধ চোখ ।


রাণীহীন রাজপাহাড় সৃষ্টি হলো
প্রসাদে শূন্যতা পূজরি করে ফুলেল-
জলারণ্য স্মৃতির দেওয়াল,
রোজ তাই জোনাকির গান হয় কল্লোল।
এখনো শিশির সিক্ত হয়ে আসে ভোর
সোনালী মাঠে মাঠে দৌড়
প্রণয়ের কষ্টি পাথরে ঘোর বন্ধ চোখ-
ঝিলমিল বুক আহা কি সুখ!
১৮-১১-১৭
=======