===========================
চির সবুজ ফুল বাগান, সাদা মেঘে ভালোই দুলছে-
কখনো ফেলে আসা ঘ্রাণ পাই- এই বনফুলের মাঝে-
কিছু ফুলের পাঁপড়ি নাকি ঝরে যায় মাটির গভীরে
নতুন করে আবার ফোটে ফুল- শুনতে বেশ লাগে;


জলকালো যমুনার বুকচিরে বন্যায় ভাঙ্গে ভিটা বাড়ি
শস্য শ্যামল সোনালী ফসলের মাঠেও মেঘমাল্লার আড়ি-
এযে ভিজা যাওয়া আকাশের বৃষ্টি আর্তনাদ - এ শহরের
অলিতে গলিতে দীর্ঘশ্বাস- তবুও ধূসর ফুল মাটির ঘ্রাণ।


অতঃপর ফুল বাগানগুলো একমুখো পৃর্ণিমার জোছনা
দক্ষিণা জানালায় ভেসে আছে ঘটে পোড়ানো ধোঁয়া-
জোনাকির ঝিঝি ডাক যেনো সারা রাতের ঘুমহীন কম্পন;
তারপর স্বপ্নঘোর আইলপাথারে ঘুরে বেড়ানো মায়া।
১৭-০৫-১৮
-------------