================
ও মনা, তুই কার কাছে হইবি-
সাদা ধবধবে সরল মানকলি-
তোকে নিয়ে গল্প কয়, গান গায়-
অরণ্যলতা পাতা পশুপক্ষী;
আপন বিবেককে চিননি না-
চিনলো শুধু পোড়া মাটি।


ও সবুজ সোনা গন্ধসুবাস লয়-
আকাশ বাতাস- তোর নাকেতে
রুমাল রঙিন হয়ে রয়-
বান্ধে না মনটার সাথে অচিনপুর-
চক চকে দেখা যায়- মৃনাল
দাঁতের স্বর্ণ হাসি।


তবুও নষ্টামি রাতের জোনাকি
যত তারারা করে ঝিকিমিকি-
উল্টো মুখি কয়ায় দেখো ছবি
অথচ রয়েই গেছে জানা অজানার
উষ্ণতা শীতল ভরা কত পাটি !
আর সাদা ধবধবে সরল মানকলি।


১৬-০৯-১৮
----------