====================
কথিত ভুলটা ঠিকই বুঝতে পেরেছিলে;
তাই এতো মনের সঙ্কোচ ভয়ভীতি;
কণ্ঠের সর অপরিচিত চিনলে- তবুও
নম্বরটা পরিবর্তন অবশেষে করলে।


ব্যথাটা অবোঝ হরিণ বালকের মতো!
সত্যই দিবালোকে ঝড় বৃষ্টির যত-
বলতে পারো আর কতদিন বেঁচে থাকবে
তারপর কি হবে- ভেবেছো কি প্রসাবের সময়
সুখ প্রবাহ স্নানে একটুকু কি ভাবলে?


সুখটা আজ ময়ূরীর পেখম তুলা-
আনন্দে ঘোরে প্রজাপতি মিথ্যে হয়ে চলা
প্রশান্তি তবুও বেঁচে আছি সোনালি দিনের স্পর্শ ঘিরে!
ঘাসফঙিং ঘাসফুলে আসবে না আর ফিরে
মৃত্তিকার গা জ্বলে পুড়ে অঙ্গার অনলে।


১২ ভাদ্র ১৪২৬, ২৭ আগস্ট ২০
--------------------------------