=============================
ন্যায় অন্যায় চিন্তা ভাবনা বুঝার জ্ঞান
তোমার পৃথিবীতে নেই ! শুধু স্বার্থ সিদ্ধি সময় এখন-
অনেক হয়েছো বড়লোক,
অহংকারী চিত্র রূপ দেয়াল করেছে ঝলকময়!


অথচ ভেঙ্গে যাচ্ছে আমার সমস্ত প্রণয়ের সিঁড়ি-
বলো কৃষ্ণচূড়া পাপড়ি রাঙা পথে
আর কত কাল এভাবে হাঁটব?
পরিসমাপ্ত হয়ে যাচ্ছে-
বোধশক্তির আলো-
আঁধারা ঘুণে এলো বুঝি!


নিশ্চয় তখন ন্যায় অন্যায়ের জ্ঞান চক্ষু হবে
সবই দেখবে ভাল- ভিজা মাটির জল
শুকনো ঘাসের উপর পদ দলের স্পর্শ
আর এভাবেই চলবে কিছুক্ষণ-
পূর্ণ সাধন জয় হোক স্পর্শ।


০৪ ভাদ্র ১৪২৬, ১৯ আগস্ট ২০
------------------------------