পরগাছার বুকে অগাছা করে কিলবিল
ছায়ার ভীতরে ঝর্ণা দিচ্ছে জলের ঝিলমিল-
দু’য়ে মিলে সর্বহারা- প্রেমেই খেলে ইলবিল;


পোড়া নামের গন্ধ জ্বালাও মন মন্দিরে অনল-
মায়া নামের কষ্ট অদূরে দিছো অনারগল-
তাই কি আর পরগাছা ছাড়ে অগাছার ভয়
ভয়েই জয় -ক্ষয়েই রয় প্রেম স্থলে খালবিল;


ঝিলের পারে শেওলাও ভাল- তার চেয়ে আরও
ভাল- সাগর নীলে গাঙচিল- আকাশ নীলে শঙ্খচিল
দু’য়ে মিলে সর্বহারা- প্রেমেই খেলে ইলবিল।
১১-১০-১৭
=======