মিথ্যার গায়ে এক ঝাক রাজনৈতিক ছোঁয়া
সৌহার্দ্যে উঠানে আতর্নাদের মিছিল ভুলা-
বিদ্বেষের কণ্ঠে বজ্রপাত আকাশ পূর্ণিমা!
এই না হলো রাজনৈতিক গণতান্ত্রিক
দেশ মাটি শুধু রঙিনা ফসলে ফসল রাঙা
এ ফসল ঘরে রাখা যাচ্ছে না আর!


বর্ষা বানের মতো ভেঙ্গে ফেলছে নদ নদী খাল
বিল অথচ মিথ্যা যে বড় পাপ বুঝচ্ছেই না-
আর কত এভাবেই চলবে! কে দিবে উত্তর
চেয়ে চেয়ে দেখা ছাড়া কোন গতি নেই
সুতরাং কবিতাও হয়ে যাচ্ছে রাজনীতি সর্বহারা;
হৈ হল্লার কিছু নেই- কবির রাজপথ ফাঁকা।


১৭ ভাদ্র ১৪২৮, ০১ সেপ্টেম্বর ২১