====================
বিবেক কোন পদ্ম পাতার ফুল নয়
অনুভূতির স্পর্শে ভাষান্তর ফল;
প্রেমপাতায় ঝরাতে হয় জল!
বিবেক কোন বেড়া ভাঙ্গার হাওয়া নয়
হাড় কাপাবে শুদ্ধি রাখার জয়।


মনের মাধুরিতে বিবেক বৃন্দাবন চল
উঠন জুড়ে সু-গন্ধী ফুলের বাগান চাই
আকাশ জুড়ে পূর্ণিমার চাঁদ
শাপলা ঝিলের ফোঁটা হাসি
শুরু সবচছ আঁখির বিবেকের স্বাদ;


অতঃপর বিবেক তুমি কৃষাণীর
সোনালী শ্যাস শ্যামল মাঠ-
আর দুর্বাঘাসের মাটি মিশ্রন
শূন্য জলের ঘাট;
বিবেক প্রেত্মতার কোন প্রাণ নয়
হিমেল চূড়ার সাথে বরফ গোলা
শুদ্ধি প্রণয়ের প্রাণ।  


২৮ পৌষ অগ্রহায়ণ ১৪২৬, ১২ জানুয়ারি ২০
---------------------------------------