খুকী তোর পেঁচা মুখের উম্মোচন হয়েছে সুখ
মাছির মতো লজ্জাহীন করেছে দৃষ্টি পলক-
লাল রাঙা ঠোঁটে ধরেছে আঁকাবাঁকা ধুসর রঙ
খুকী তোর শূন্য থালায় হায়নার মতো চিৎকারে ডং!


এ-কাল সে-কাল সবকালেই মুখ হয়েছে উম্মোচন
একটুও বোঝ না খোকাবাবু দেখে -দেখে নাচন।


পাঁকা ধানে মই দিতে লাগে কতশত মামনকামলা
তবে কি খোকা হবেই বুঝি ভবনমাঠের কামলা
খুকী তোর এ বার মুখউম্মোচন হয়েছে সুখ আর সুখ
দুঃখ নিড়ানিড়মাঠ ভাঙ্গবে না প্রণয় উচ্ছলেছে বুক।
১৫/০৫/১৭
----------