=======================
শেষ রাতে আকাশ থাকে মাথার উপর-
মেঘ গুড় গুড় রঙ সাজানো হয় বর,
ভাবনায় শুধু রঙ রাঙা এই ঘর- এই ঘর-
ভেঙ্গে পরে আঁধার শশীর শব্দ কল কল;


অথচ রবি হাসে উঠে দিনদুপুর- দিনদুপুর ;
তাই বলে কি আকাশ নয় চুপ; মেঘ গুড় গুড়
রাত্রি শেষে, আবার- আবার নেমে আসে
আকাশ দেখার গজল গাওয়া গানের সুর।


০৭ অগ্রহায়ণ ১৪২৬, ২১ নভেম্বর ১৯
------------------------------------