================
মর্মস্পর্শী স্বচ্ছ জলে ভাসায়
যখন সুরম্য-
অর্ভী গভীরে বুঝেছি মহানাদ !
তোমার সুরম্য।


আমি তখন কালসার চীর
তুমি কয়ালি সুরম্য-
বেশ তাই হলো এই মাধূকার
আর নয় নৈবদ্য;


মহানিশা জুড়ে একি ঝঞ্জনা
এখানেই অদম্য !
ভেসে উঠে অনুক্ত কোকনদ-
অপ্রতর্ক্য সুরম্য।
০৯-০৮-১৮
-----------


(এক কথায় প্রকাশ শব্দ দিয়ে বুনানো)