========================
আমার সুভাগ্যের মৌচাকে, মৌমাছি নয়
যেনো ভিমরুলের দল, সহ্য করা ভীষণ দায়;
তবুও চাক বাঁধছে বিষাক্ত রসও মধুহীন-
তাও আবার মোমতে ধরে না অনল
হায় কপাল ধূসর কলঙ্ক পুড়ে লাল-
কামড়ে ক্লান্ত হয় না বিবেকহীন ভিমরুল!


মৌমাছি উড়ে বেড়ায়-কথাও নাচানাচি-
সবখানে সুভাগ্যের মৌচাক,এবেলায় ফাঁকি;
কি আশ্চর্য পূর্ণিমা রাত, কয়টা বিবেক হলো নক্ষত্র-
এভাবে ঝিলিক মেরে উঠুক, সমস্ত বিবেক পাড়া
তারপর চাক বাঁধবে মৌচাক, মধু সঞ্চয় করবে-
ভিমরুল ঠোঁটে মিষ্টি রসও হবে, সুভাগ্য সারা।
০৩-০৬-১৮
--------------