জীবন পটের আরেক নাম রেখেছে
সুন্দর ভাবে গড ফাদার কিংবা মাদার-
এগুলো আমাদের সমাজে বিদ্যামান
যেটা প্রেমসাধক কিংবা পরকীয়ার মতো
প্রতিনিয়ত গদ্যময় প্রচ্ছদে প্রকাশিত।
আমরা সমাজে দুর্বল প্রকৃতির মানুষ
তাই অবলোকন করে থাকি কিন্তু
প্রতিবাদের ভাষা জানা সত্ত্বেও প্রতিবাদ করি না।
এভাবেই তৈরি হচ্ছে প্রতিক্ষণ
একটার পর একটা গড ফাদার এন্ড মাদার!
সেজন্যে প্রশ্ন করেন শক্তি চট্টোপধ্যায়
বিতর্কে এনেছিলেন ‘‘এত কবি কেন?’’
এখন পদ্যময়ের কোন অভাব নেই
গড ফাদার এন্ড মাদার কবিতার অংশ
জীবন হয়েছে তাই বুঝি ধ্বংস।


২৭ পৌষ ১৪২৮, ১১ জানুয়ারি ২২