====================
সব ছেড়ে তালগাছ যখন
চাঁদের সাথে দেয় উকি-
কেল্লা দুর্বা ঘাসের গায় জুড়ে তখন
দেয় লুটোপটি;
সমস্ত আলোর শরীল বেয়ে
অমাবস্যা আলোকিত !


তালগাছ আর পারে না, না-
পাকা তালের রস পরা ঝুড়ি
কেল্লা দুর্বা ঘাস কথায় করছে ছুটাছুটি
ঐ যে ধূসর মাটির বৃত্ত-
একচিমটি মেঘের কত কান্নাকাটি-
শুধু বৃষ্টি ভিজা করেছে রিক্ত;


তালপাতার বাতাস জুড়ায় না
শূন্য আকাশ পরশে পাটি-
তারপর সমস্ত গল্পের নিঃশেষ পেরিয়ে
বাগানে ফুটবে গন্ধমুখর ফুল !
আর অঙ্গন জুড়ে হেসে উঠবে-
প্রকৃতি ভরে আদরে নীল তালপাতার গল্প।
১৪-০৫-১৮
-------------