কোন রাতের প্রতিমা দেখি রঙকরা!
পিচডালা রাস্তার কোন ক্ষুধা নেই-
ঝাঁঝাল উত্তাপ- তবুও জানি উত্তেজনা নেই!
কারণ আঁধার বুঝে না- জ্বালা মানে না;


রজনীগন্ধার ঘ্রাণ দুহাতে নিতে চায়
অথচ প্রতিমাগুলো মাটির সাজান পুতুন
তিনবেলা খাদ্র নেই- চট ঝালা গায়ে
দিনের পর দিন ঘুমায় তাও কষ্ট নেই-


পূর্ণিমার রঙ বুঝে না, গ্লাসে রঙিন পানি চাই
মূল্য কম- সময়ে কোন দম! তাও নাকি নেই!
রাতের প্রতিমার জ্ঞান বিজ্ঞান নেই- দুনিয়া
দারিতে রঙ নেই- মৃত শোক তাও নাকি নেই।


২৭ পৌষ ১৪২৬, ১১ জানুয়ারি ২১
--------------------------------