========================
আকাশ বলি হচ্ছে মেঘের ঘন ঘর্ষণে
তবুও মাটির বুকে তাপদাহ জ্বলচ্ছে দিবানিশি!
বাতাসটাও পেঁচামুখি জুরায় না পিপাষী-
জল নদী থৈ থৈ আষাঢ়ের ডাক- অথচ


শীতল পাঁজরটা কেউ ছোঁয় না আর কারণ
সে তো আকাশের তারা আর মাটির ফুল
অতঃপর কিসের উষ্ণতা কিসের শীতল-
সবুজ সোনালী মাঠে শুধু বোধহীন তাপদাহ ।


০৯ আষাঢ় ১৪২৬, ২৩ জুন ১৯
---------------------------------