এতোটুকু কর্মকাণ্ড দেখে
খুব ইচ্ছে হবে- স্যালুট জানাতে!
কি লাভ পাবে তাতে?
জল শুকনো তরঙ্গে আফসোস
হাওয়ার গায়ে লাগবে না বাতাস,
গন্ধটুকু নাকে সরে যাবে
রাগ অভিমান আর বিদ্বেষে।


ওখানেই থাক; যেখানে
করেছিল অবজ্ঞা- মিছেমিছি ব্যথা
নিতে যাবে কেন হাতে-
কতটুকু বা যোগ্য, ভাবি না কর্মকাণ্ডে-
তবুও এতো শ্রদ্ধা ভালবাসা থাকে তাতে।
ঐ যে উড়ছে শূন্য আকাশে
কোখনও পারবে না ধরতে!


০৭ মাঘ ১৪২৬, ২১ জানুয়ারি ২১
------------------------------