========================
এখন ফসলের ভরা মাঠ-বড়ই অদ্ভুত
কিছু তেল চাষী দেখা যাচ্ছে নিত্য!
তারা অমৃত চাষ করতে চায়, কিছু
সৃষ্টিশীল চারা গাছকে ওপরে ফেলে;
এখন ভীষণ ব্যস্ত সময়-কিন্ত বুঝে না
ন্যায়নীতি বড়ই ভার উপেক্ষা সরধ্বনি!


অথচ ঘড়ির কাটাও দেখছে না তেল চাষী-
কোন দিকে ঘুরছে, বলতে পার? তবুও কিছু
পাপ অঙ্কুর করল, সৃষ্টিশীল ধ্বংসে তাই না,
তেল চাষী; দেখো একটা বার বাস্তবতার উর্দ্ধে;
একদিন নিঃশেষ হবে চক চকে বোতল!
ছিঃ ছিঃ বলে উঠল- মেঘের বৃষ্টি দল।


২৬ মাঘ  ১৪২৬, ০৯ ফেব্রুয়ারি ২০
-------------------------------