কাঁঠাল ঠোঁট থাকতেই অন্যের ভেড়া
ঠোঁটে হাসতে চাও-
আসমানে সাদা মেঘ ভাসাও
অথচ উঠন জুড়ে বৃষ্টি ঝরাও;


আম রসাল কথা বল
কিন্তু কলা চিন না!
এভাবেই ত জ্যৈষ্ঠ মাস চলেই গেলো
নৌকায় খোজ বর্ষার কদম ফুলের বসনা
তবুও গলি পথের মোড়ে কৃষ্ণচূড়ায় রাঙা।


অতরঃপর রঙিনের চেয়ে কাচ ঠোঁট ভাব
টুকর টুকর কাচে দেখতে পাবে ছবি!
রঙ করা প্রয়োজন হবে না আর
সমস্ত রঙবিরল মানবের ঠোঁট।
০৩ আষাঢ় ১৪২৮, ১৭ জুন ২১
---------------------------------