=============
আসলো গাঁয়ে তিতলি মনি
খেয়ে গেলো আটজন প্রাণী!
রক্ত নিয়ে তুই কি দিয়ে গেলি?
দেখো এবার চমকাবে বিজলি।


ধ্বংসত্ব মিথ্যাবাতি এ ঝিলকি;
খোঁলবে এবার সাত আসমানের
খিড়কি; যা তিতলি অন্য গাঁয়ে-
বুক জুড়ে কাঁদাস না আর মায়ে।


এ প্রণয় ঘাটে করেলি কত বিল
তোকে চিনার এতটাই ভুল ছিল-
এই বুঝি মারলি রে শত বিষ কিল-
বিষের যন্ত্রনায় এ হইলাম রে চিল।
১৩-১০-১৮
-----------