======================
মাটি- মাটি- মাটির বিছানায়
শুইলে পরে- বন্ধু তোর গন্ধ পাই--
আতড়, চন্দন হার মানায়- বন্ধু তোর গন্ধ পাই—
কৃষ্ণতলা কত কায়া- ফুর ফুর করে
হেঁটে যায় ছায়া- যত মায়া হার মানায়
অস্থির দীর্ঘশ্বাস বেদনা ফুরায়-
তবুও অসম প্রণয়ে ঘুম পারিতে যায়;


বুঝিস কি আর অমানিশা এলো
তোর ইশান কোণে মেঘ জমিল!
বাদলা ঢেউ রাখতে পারবে না বন্ধ
চোখের চৌকাঠ যায় ডুবে যায়-
কত বন্যা হার মানায়- বন্ধু তোর গন্ধ পাই—
মাটি- মাটি- মাটির বিছানায়
শুইলে পরে- বন্ধু তোর গন্ধ পাই।


১৬ মাঘ  ১৪২৬, ৩০ জানুয়ারি ২০
--------------------------------