==================
কলঙ্ক মাঝে পাপ ভেবো না
পাপের মাঝে ফুল –
ফুলের গন্ধে ঘুম পারো না
ঝরে বকুল ফুল।
আমতত্ত্বের মাঝে জামতত্ত্ব-
কাঁঠালতত্ত্ব বোঝল কই-
দেহতত্ত্বের পারে পথভ্রষ্ট হই;
রঙ খোঁজে মাটির বসুন্ধরা
নিঃসঙ্গ হলো কুলহারা-
পাপতত্ত্ব ভাবনায় চক্ষুনষ্ট
ভাসল মেঘে মেঘে কলঙ্ক;
কলঙ্ক তো মুখের কথা-
পাপ আপনে আপন সুধা
সেকি আর বোঝা হলো না
কত রঙের বোধটা।


১৭ বৈশাখ ১৪২৬, ‍৩০ এপ্রিল ১৯
————————————–---------