======================
তোমার শহরে এখন নেই কোন ত্রাস-
গোপন মিছিলের নেই কোন পূর্বাভাস
মেঘ মুক্ত চাঁদ-আমার আকাশে ঘোর
অমাবস্যার রাত-দক্ষিণা জানালার দৃষ্টিটাও বন্ধ-
আধারের জোনাকির পদচারণ আহা কি ছন্দ
তবুও বামন বলার চোখ তাও হয়েছে অন্ধ;


ঐ শহর জুড়ে ১৪৪ ধারা কত বার ভেঙ্গেছি
আতশবাজি ফটকা আনন্দেেই ফুটাছি-
দেওয়াল কিংবা গাছের পাতায় পাতায়
নামটিও লেখেছি- শুধু ভালোবাসার জন্যে
আজ তাই মুক্ত মেঘ- তোমার শহরে যত
সব ঘৃণা হিংসায় পুড়ে না ত্রাসের গন্ধ।


১৯ শ্রাবণ ১৪২৬, ০৩ আগস্ট ১৯
--------------------------------