ভাবিস না, চার ইঞ্চি কপাল দিয়ে
ট্রাক যায়-হর্ণ বাজানোর নতুন স্বপ্নে
আগামীর সূর্য আলো হয়-অচমকা চাঁদে
পূর্ণিমা ঝরে না, বিরহের গান শুনায়;
মধ্যদুপুরটা ফাল্গুনের আগুন, নিভে না
ইট ভাটায় অথচ প্রেম নাকি জলে ডুবে
না, তবু অঙ্গার দেহ,সোনার চেয়ে খাঁটি!
জ্বলে উঠুক উঠুক মনমন্দিরে ঝাড় বাতি।


১০ কার্তিক ১৪২৯, ২৬ অক্টোবর ’২২