=====================
সেই দিন ছিল ভুলের অন্ত হারা
শুধু অটোট, মাসুল হচ্ছে মৃত্যুর পাড়া;
ওরাও তো প্রেমিক, বেঁচে থাক।
ভাবনার সিঁড়িতে- ভাবছে আর ভাবছে
ফিরে আসতে আসতে কিয়ামত-
সুধরাচ্ছে কিছু পালং শাকের সবুজ বন-
অথচ তোমাদের প্রেম বুঝলো কই
সরিষা দানার মতো সন্দেহ।


এভাবেই দিনগুলো কাটচ্ছে বেশ
মাসুল দিচ্ছে মৃত্যুর ডাক শুধু
গলার বাহিরে আফসোস অহাকার
এতো দীর্ঘশ্বাস, শেষ হলেই অবিশ্বাস
তবুও থেকে থেকে থাক না জ্বলন্ত আশ
অতঃপর এলোমেলো ট্রেনশন
ঢেউ তুলে চুমুকের মতো চিত্রাকর্ষণ।


১৩ ফাল্গুণ ১৪২৬, ২৬ ফেব্রুয়ারি ২০
--------------------------------