তৃষ্ণার্ত চোখ যেনো আলপনার দেয়াল ঘেঁষে
আগুনের ফুলকি পুড়ে যাচ্ছে দেহ মন!
কতদিন জানি খায়নি কোন কিছু; বলতে ভয় হয়
কিছু খেতে চাও- আঙুলটা তাক করে আছে
সীমানার পারে- তবুও ক্ষুধার্ত মন বার বার দৃষ্টিপাট


সোনালি মাঠ- জোছনা সলক আর বাড়িয়ে দেয়
তৃষ্ণার্ত শব্দ মালার হাতে নেওয়া রঙিন গ্লাস;অথচ
বালি সিমেন্টের ছোঁয়াই ইটের স্পর্শ আরা আরি গড়া
লাল পাহাড় এক সুন্দরের চেয়েও অপরূপ স্বাদের কাঠ
অতঃপর শীতলতা এনেদিবে দেয়ালকেসি তৃষ্ণার্ত পাহাড়।


২৩ পৌষ ১৪২৬, ০৭ জানুয়ারি ২১
---------------------------------------