=========================
সোনালি আকাশে এখন জ্বলছে তারার মেলা
জোনাকিদের আলোই শুধু নিভু নিভু খেলা-
আর দুচোখ দেখে সরিষা ফুলের রঙিন ভেলা
সাঁতার কাটে জানি জলের উপর মধ্যদুপুর বেলা;


বাতাসের সাথে সু গন্ধভারী- মাটিই নাকি কালা?
কতদূর মেঘলা, মেঘনাদ তবুও আকাশ ভালা-
ঝাঁঝাল স্মৃতির উঠনে শুধু পূর্ণিমার যত জ্বালা
অতঃপর আকাশ তুমি চাঁদ নিয়ে থাক একলা।


০৯ আশ্বিন ১৪২৬, ২৪ সেপ্টেম্বর ১৯
------------------------------------