কোন গন্তব্যে তুমি পথে হেঁটে যাও
ধূলিকণা আরও স্পর্শ করুক!
মনানন্দে প্রজাপতি নাচুক, এটাই চাও,
দৃষ্টি ফিরাও না, সরষে ফুলের দিকে;
গোলাপ ফুল সবই সুন্দর ঠিক আছে-
তাই বলে তুমি- স্পর্শকাতর পাপড়ী হবে!
পশু পাখির বিবেক,সৌন্দর্য নেই-
তবু এমন ভেবো না! তুমি তো তুমিই!
এক শূন্যের মাঝে হবে ঠায় এটাই সত্য
তবু নিয়ম স্বাধীনতার মাঝে তুমি তো তুমিই।


১৭ আশ্বিন ১৪২৯, ২ অক্টোবর ’২২