===================
একটা টুনটুনি বাসা বাঁধতে চায়
কি সুন্দর তোমার তালপাতার গায়
বুক শূন্যতা যাক ভরে সাদা মেঘে
শুধু গান শুনে যাও আনন্দে মায়ায়;
ভেসে আসা সৌরভী ঘ্রাণ- ছুঁয়ে প্রাণ
তোমার তালপাতার গায়ে যে অম্লান;


রাতদুপুর ঘুরাঘুরি টুনটুণি বাজায় বাঁশি
তুমি নাকি বেঁদের মেয়ে জোছনা বলে আশি!
এ দেখি প্রতিবাদী খুদিরামের হলো ফাঁসি!
কোনদিখে যাব তবুও তালপাখার বাতাস-
চায়- ভেসে আসুক সৌরভী ঘ্রাণ- ছুঁয়ে প্রাণ
আর কিছুদিন বেঁচে থাকুক টুনটুনি কণ্ঠ গান।


১৪ ভাদ্র ১৪২৬, ২৯ আগস্ট ২০
------------------------------------