=====================
তোমার বোতল ভরা হাসি দেখে পিলে
চমকে উঠে! ভাসতে যাই নদে জলে।
অথচ একদিন ও চায়লে না বোতলের
কর্ক খুলে হাঁটতে- একে বারে মনে হয় না
ক্লান্তবোধ যদি না হয় ভাল্বের অসুখ-
নিশ্বাসটা ভারি! ভাল্ব সংঙ্করণ নাকি! মৃত্যুর
কাছাকাছি কিংবা খরজটা অনেক বেশি,


শুধু জানতে চেয়েও না দেহ কুন্ডে অসুখ-
তার চেয়ে বরং ডুবেই যাই! তোমার নৈঃশব্দে
বোতল বন্দি ডুবোশহরে; লজ্জার হাটুজল হয়েছে
বালুচর শুধু অজস্র প্রলাপের স্মৃতি খল পরেছে
শ্যাম্পেনের ঝরা কষ্ট! গরম তেলে ভাজা ফুরিয়ে
যায় তালপাতার সুখ। অতঃপর জানতে চেয়েও না
যদি বোতল ভরা হাসি মুখে উচ্ছলে উঠে অসুখ।


১৯ ভাদ্র ১৪২৬, ০৩ সেপ্টেম্বর ২০
------------------------------------